ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সঞ্জিব দাশ (৪৩)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নটুয়ারটিলা গ্রামের দাশ পাড়া এলাকার লাল মোহন দাশের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে আল খয়ের নামক জায়গায় এই ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে তার সাথে ওমানের একই এলাকায় থাকা মোহাম্মদ ওবায়দুল হক জানান, নিহত সঞ্জীব দীর্ঘ বছর ধরে ওমানে ফ্রি ভিসায় থাকেন। কার্পেন্টার কাজসহ যখন যা পান, তা নিজের একটি সাইকেলযোগে গিয়ে করে দিয়ে আসেন। এভাবেই চলছিল দীর্ঘ বছরের তার কর্মজীবন।

সোমবার বেলা ১২টার পর তিনি সাইকেল চালিয়ে কাজ থেকে ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি স্কুল বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে গিয়ে পাশের সড়ক ওয়ালের সাথে ধাক্কা খান। এতে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বর্তমানে তার নিথর দেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top