৫ দিনের জোড় ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল

চাটগাঁ নিউজ ডেস্ক: টঙ্গী তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ৫ দিনের জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে জোড় ইজতেমার সমাপ্তি হবে বলে জানিয়েছেন তাবলিগের মুরব্বিরা।

মোনাজাতের আগে বিশেষ হেদায়েতি বয়ান হবে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের মুরুব্বি মাওলানা যুবায়ের।

জানা গেছে, জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে বের হবেন। বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে তাবলিগের মেহনত শুরু করবেন।

সাধারণ নিয়ম অনুযায়ী পুরোনো তাবলিগের সাথীদের নিয়ে জোড়ের ৪০ দিন পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবারের জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে।

এদিকে ৫ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ দিনে ৬ জনের মৃত্যু হলো। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে ওই মুসল্লির মৃত্যু হয়। মৃত মুসল্লি হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দেওপুরা গ্রামের আজিজুর রহমান (৭২)।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, ময়দানের অজুখানার পাশে নির্ধারিত স্থানে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আজিজুর রহমান। এ নিয়ে জোড় ইজতেমায় চার দিনে ছয় মুসল্লির মৃত্যু হলো।

প্রসঙ্গত, টঙ্গীর ইজতেমা ময়দানে ২৮ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ জোড়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top