কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানি সরবরাহের জন্য ব্যবহৃত গেট বাল্বগুলো চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
এতে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন ভর্তি রোগী, তাদের স্বজন এবং হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত জনবল না থাকায় হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়েই চলেছে।
আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, চুরির ঘটনায় সবাই উদ্বিগ্ন। বর্তমানে জনবল সংকট খুব বেশি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, মধ্যরাতে মাদককারবারীরা গেট বাল্বগুলো চুরি করে নিয়ে গেছে। এতে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। দ্রুত বিষয়টি মেরামতের চেষ্টা চলছে।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালের পক্ষ হতে সোমবার কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালে নিয়মিত নাইট গার্ড নেই, অন্য একজনকে দিয়ে নাইট গাইড এর দায়িত্ব পালন করা হচ্ছে, যার ফলে চুরির ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






