চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেছেন। এতে রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে শোনা যাচ্ছে গুঞ্জন, তৈরী হয়েছে মিশ্র প্রত্রিক্রিয়া।
সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ড. রেজা কিবরিয়া একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। ফ্যাসিবাদী রাজনীতিতে তিনি ভূমিকা রেখেছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার মানুষদের নিয়ে আগামী ভবিষ্যতের রাজনীতি বিনির্মাণ করতে চাই।
ঘন ঘন দল বদলানো রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান প্রসঙ্গে বলেন, বিএনপিতে যোগদান দিয়ে খুবই গর্বিত। এই দলটার ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে। একবার শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা রক্ষা করলেন। আরেকবার জেনারেল এরশাদের কাছ থেকে খালেদা জিয়া গণতন্ত্রকে রক্ষা করেছেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। একটা দল দুইবার বহুতান্ত্রিক গণতন্ত্রকে রক্ষা করেছে, আমি ইতিহাসে এ রকম উদাহরণ আর কোনো দেশে দেখি না। এসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনার সাহস ও সততা নিয়ে এত বছর পরও গ্রামের লোক তাকে নিয়ে কথা বলেন, এ রকম লোক বাংলাদেশে আর জন্মায়নি।
তবে ঘন ঘন দল বদলানো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তা কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, আমরা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাহায্য করবো নতুন বাংলাদেশ নির্মাণের জন্য।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান এবং বলেন, আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান, যিনি নিজের যোগ্যতা বলে আইএমএফের অত্যন্ত উচ্চপদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে ২০১৮ সালে গণফোরাম থেকে আমাদের যুক্তফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত ড. রেজা কিবরিয়া আজকে আমাদের দলে যোগ দিয়েছেন।
রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপি আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে।
রেজা কিবরিয়ার রাজনৈতিক ক্যারিয়ার বেশ সমালোচিত। ২০০৭ সালের আগে রেজা কিবরিয়া ছিলেন আপাদমস্তক একজন আওয়ামী সমর্থক। ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় তিনি তৎকালীন ড. ইউনূসের নাগরিক শক্তি পার্টিতে যোগ দেয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। পরে ২০১৮ সালে দেশে ফিরে তিনি ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
পরবর্তীতে তিনি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের উপদেষ্টা হন। পরে আহবায়ক হয়ে দলে নিষ্ক্রিয় থাকায় নুরুল হক নুরুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সে দলকে দু’ভাগ করেন। পরে দীর্ঘদিন সে দলের আহবায়ক হয়ে দল পরিচালনা করছিলেন। ২০২৪ সালের নির্বাচনের আগে সে দল ত্যাগ করে তিনি মো. তারেক রহমানের আমজনতার দলের আহবায়ক হিসেবে দায়িত্ব নেন।
বিএনপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি সে দলের গুরুত্বপূর্ণ একজন ছিলেন যা এখন অতীত।
চাটগাঁ নিউজ/জেএইচ







