পড়া হয়েছে: 28
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকার কেডিএস ফ্যাক্টরির পেছনে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/জেএইচ






