খবর না দিলেও চলে আসে পুলিশ, স্যার বলে স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

চাটগাঁ নিউজ ডেস্ক : ‘প্রশাসনকে কব্জায় আনা’ ও ‘আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’ বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এবার তার আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পুলিশ-টুলিশ খবর দিই না। কোনো কারণ ছাড়াই চলে আসে। আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। এগুলো আল্লাহ তায়ালার কুদরত।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ অক্টোবর বাঁশখালী উপজেলার শেখেরখিল মৌলভীবাজার এলাকায় ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সিরাত মাহফিলে তিনি এ বক্তব্য দেন বলে জানা গেছে। ছাত্রশিবিরের শহীদ মুহাম্মদ আনছার উল্লাহ তালুকদারের ২৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

৪৫ সেকেন্ডের ওই বক্তব্যে আঞ্চলিক ভাষায় শাহজাহান চৌধুরী বলেন, ‘এমন কোনো বাপের ক্ষমতা কি আছে, দেখি; এখন পুলিশকে বলুক, সবাই মিলে যদি পুলিশে বলে যে শাহজাহান চৌধুরী এসেছে, তুমি (পুলিশ) যাও না। তখন পুলিশ বলবে, বাপরে বাপ… অবাজি, চিটাগাংয়ের সিংহ পুরুষ এসেছে; কী বাধা দিব, আমি গিয়ে পাহারা দিব।’

তিনি আরও বলেন, ওদিকে দেখতেছি, পুলিশেরা দাঁড়িয়ে রয়েছে। কে খবর দিয়েছে জানি না। আমি পুলিশ-টুলিশ খবর দিই না। কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকুম, এমনে স্যালুট দেয়।

বক্তব্যের বিষয়ে জানতে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। এছাড়া একের পর এক বক্তব্য ভাইরাল হওয়ায় গণমাধ্যম এড়িয়ে চলছেন তিনি। তবে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন জানান, শাহজাহান চৌধুরী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এর আগে গত শনিবার (২২ নভেম্বর) রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি ‘প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে’—এমন মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেন। পরে তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

এ ঘটনায় ২৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। সেখানে জানানো হয়, কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেটির লিখিত জবাব সাত দিনের মধ্যে দিতে হবে; অন্যথায় দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত কার্যকর করা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top