চাটগাঁ নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সিআরবি এলাকার শহীদ আবদুল হাসিমের কবর পরিষ্কার–পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে ‘ক্লিন বাংলাদেশ’।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।
তিনি বলেন, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়— এটি আমাদের জাতির আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে তাদের সমাধিস্থল পরিচ্ছন্ন রাখা একটি মহৎ উদ্যোগ। ‘ক্লিন বাংলাদেশ’ যে স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগ নিয়েছে—তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণ প্রজন্ম এভাবে ইতিহাসকে ধারণ করে দায়িত্ববোধের পরিচয় দিলে দেশ আরও এগিয়ে যাবে। চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বদা এমন সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশে ছিল এবং থাকবে।
ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন, শহীদ আবদুল হাসিমের কবর শুধু একটি সমাধিস্থল নয়—এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পবিত্র স্মারক। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবং এই স্থানটির মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম।
তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়, ইমন শরিফ, তানজিফা, রনি, আজম, রাকিব, মমতাজ, মিম, সাজিদ, শান্তা, মিম, ফারিয়া, নাদিয়া, রুপা, শাহনাজ, মহোয়া, ইসরাত, সুমাইয়া প্রমুখ।
পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজবাহ উল হক ইমন। কর্মসূচির স্লোগান ছিল ‘লাখো শহীদের অর্জিত দেশ, গড়বো মোরা ক্লিন বাংলাদেশ’।
চাটগাঁ নিউজ/জেএইচ






