চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ছাত্রদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের বেল্ট ও সনদ প্রদান করেন প্রশিক্ষক পরিচালক মহসিন পারভেজ ও ক্লাবের সিনিয়র ছাত্র নুরুল আজিম।
বেল্ট প্রদান শেষে বেল্ট পাওয়া ছাত্ররা কুংফুর বিভিন্ন বিষয়ের উপর আকর্ষণীয় কলাকৌশল প্রদর্শন করেন।
বেল্ট প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- হলুদ বেল্ট : আবদুল হামিদ রিয়ান, তানিসা রহিম সিফা, ফাইরোজা আকতার তামিম, পার্থ শীল, অর্নব নাথ, সাকিবুল ইসলাম রাইহান,অদিত্র দাশ, জান্নাতুল মাওয়া ইসমা, নাবিহা তাবাছুম নোহা, মো. মুনতাসির, জান্নাতুল ফেরদৌস রামিন, হুবাইব উদ্দীন শিহাব।
সিইউএফএল শাখা : আফরোজা ফাইরুজ নায়রা, আনতারা ফাইরোজ আয়রা, জয়নাব চৌধুরী রুহাব, রাই শর্মা, ইলমিয়াত নাওয়াব খান, রুকাইয়া নুরাইন, মো. এনামুল হক, অদিত্র মল্লিক, আয়ান্স মল্লিক, আয়ান সামি, সিদ্ধার্থ বিশ্বাস, তারাজ ওয়াক্কাদ, জাহি মো. সাফওয়ান, আদিত্য রুদ্র পাল (আপন)।
সবুজ বেল্ট : অভ্র নীল দেব নাথ, আরাধ্যা বিশ্বাস, নিশান চৌধুরী, মোঃ মুশফিক, নাকিবুল আবরার জায়ান, ওয়াসিক আয়ান, সাইফান ইসলাম সাহি, সাম্য বিবেক দত্ত, আবদুর রহমান, তাহমিনা শরীফ, মো. জালাল।
বেগুনী বেল্ট : সত্যম দাশ, জান্নাতুল হাইফা আরশি, শ্রাবণ বড়ুয়া, উম্মে ইয়ানিয়া, তনিমা শরীফ।
নীল বেল্ট : শ্রাবন্তী বড়ুয়া, তাহাজিব ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, ওয়াসফি উল আলম।
এতে আরও উপস্থিত ছিলেন শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির সিনিয়র শিক্ষার্থী মামুন, মিসকাত প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ






