স্পোর্টস ডেস্ক: আজ দিল্লিতে বসেছে ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম। এবারের নিলামে ভারতের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকছে পাঁচ ফ্র্যাঞ্চাইজির।
এবারের নিলামে দল গড়ার জন্য প্রতিটি দলের কাছে ১৫ কোটি রুপি করে থাকছে। তার মধ্যে কিছু টাকা খরচ হয়েছে ক্রিকেটার ধরে রাখতে। এখন মোট ৪১ কোটি ১০ লাখ রুপি রয়েছে দলগুলোর কাছে।
এবার মেয়েদের আইপিএলের নিলামে নামছেন মোট ২৭৭ জন ক্রিকেটার। পাঁচটি দলে সর্বাধিক ৭৩ জনের জায়গা বাকি। তার মধ্যে ২৩ জন বিদেশিকে নেওয়া যাবে।
নিলামে মোট ৮৩ জন বিদেশি খেলোয়াড় নামছেন। তাদের মধ্যে সর্বাধিক ২৩ জন অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ২২ ক্রিকেটার রয়েছে নিলামে। এ ছাড়া বাংলাদেশ থেকে আছেন ৩ জন।
বড় নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার কাজ আগেই করেছে দলগুলো। সবচেয়ে বেশি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সবচেয়ে কম এক জনকে ধরে রেখেছে ইউপি ওয়ারিয়র্জ।
ভারতের হয়ে বিশ্বকাপজয়ী দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, হারলিন দেওল, রেণুকা সিং ঠাকুরদের পাশাপাশি মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, সোফি ডিভাইনের মতো বিদেশি তারকাদের দিকেও নজর খাকবে দলগুলোর। চমক দেখাতে পারেন বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার।
এবারের নিলামে কোন দেশ থেকে কতজন
অস্ট্রেলিয়া: ২৪
ইংল্যান্ড: ২১
নিউজিল্যান্ড: ১৩
দক্ষিণ আফ্রিকা: ১১
ওয়েস্ট ইন্ডিজ: ৪
শ্রীলঙ্কা: ৩
বাংলাদেশ: ৩
সংযুক্ত আরব আমিরাত (ইউএই): ২
যুক্তরাষ্ট্র: ১
থাইল্যান্ড: ১
চাটগাঁ নিউজ/এমকেএন






