চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংকের হাটহাজারী শাখার ম্যানেজার মোহাম্মদ আলম (৫৫) নিহত হয়েছেন। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজার এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর মো. আলম চট্টগ্রামের বাসা থেকে হাটহাজারী ব্যাংকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ২৭ নভেম্বর সকালে তিনি মৃত্যুবরণ করেন।

আজ রাত ৯টায় চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টেকনাফের হ্নীলা মৌলভী বাজার গ্রামের বাড়িতে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top