এবার শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আবারো বড় জয় তুলে নিল।

আজ বুধবার (২৬ নভেম্বর) চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের তরুণরা।

জোড়া গোল করেছেন নাজমুল হুদা ফয়সাল। এছাড়া একটি করে গোল করেন ইকরামুল, মোহাম্মদ মানিক এবং বায়েজিদ বোস্তামি।

এদিন প্রথমার্ধে বাংলাদেশ দুটি গোলের ব্যবধান তৈরি করে। ২৪তম মিনিটে ইকরামুল গোল করেন, তার পাঁচ মিনিট পর মানিক দুর্দান্ত একটি শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে রিফাত কাজীর দারুণ অ্যাসিস্টে ফয়সাল ব্যবধান আরও বাড়ান। যোগ করা সময়ে আবারও জালের দেখা পান তিনি। এছাড়া ফয়সালের দ্বিতীয় গোলের আগে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন বায়েজিদ।

এই জয় বাংলাদেশের বাছাই পর্বে টানা তৃতীয়। এর আগে তারা তিমুর লেস্তেকে ৫-০ এবং ব্রুনেইকে ৮-০ ব্যবধানে হারিয়েছিল।

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশের দল বাহরাইনের মুখোমুখি হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top