চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম নয়ন (৩৫) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নগরের ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড ডেবার পাড় এলাকার বাসিন্দা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় নগরের রশিদ বিল্ডিং গোলচত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। এক বিবৃতিতে তিনি বলেন, মোহাম্মদ তাজুল ইসলাম নয়নের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি।

ইসরাফিল খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top