ঈদগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে পুকুরের পানিতে ডুবে নাহিদ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী গ্রামে ঘটে এ ঘটনা। মৃত নাহিদুল ইসলাম বর্ণিত এলাকার সাইদুল হকের পুত্র।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকি শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলারছলে নাহিদ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একইদিন বিকেলে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top