টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ৯০ হাজার ইয়াবা নিয়ে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া গ্রামের আবদুর রহিমের পুত্র আব্দুল্লাহ (২৭) এবং ছৈয়দ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২২)।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক জানান, মিঠাপানিরছড়া এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। অভিযানে ৯০ হাজার ইয়াবা, ২টি বাটন ফোনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top