চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে জাহাজের অপেক্ষায় থাকার সময় ‘শূন্যের কোঠায়’ নেমে আসার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেইসঙ্গে গত দশ মাসে বন্দরে কন্টেইনার ও কার্গো ওঠা-নামা এবং জাহাজ আসার সংখ্যাও বেড়েছে।
সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে ২৮ লাখ ৪৯ হাজার ৫৪২ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে।
আগের বছরের একই সময়ের চেয়ে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের হিসেবে)। সে হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ।
চলতি বছরের দশ মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ২০০ মেট্রিক টন, যা আগের বছরের চেয়ে ১ কোটি ২৯ লাখ ৮ হাজার ১৭৪ টন বেশি। কার্গো হ্যান্ডলিংয়ে এ সময়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৪ শতাংশ।
বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের বছরের চেয়ে এ বছরের দশ মাসে ৩৫১টি বেশি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। এ সময়ে মোট জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩৫৫২টি।
অর্থবছরের হিসেবে গত চারমাসে (জুলাই-অক্টোবর) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৮০৫ টিইইউএস, কার্গো ৪ কোটি ৫২ লাখ ৮২ হাজার ৯০৭ টন এবং ১৪২২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে।
কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১০ দশমিক ১৫ শতাংশ, কার্গো ১৫ দশমিক ৭৬ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১১ শতাংশ প্রবৃদ্দি হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের ভাষ্য।
চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষায় থাকার সময় আগের চেয়ে কমেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বরে ৯ দিন, অক্টোবর মাসে ১৮ দিন এবং চলতি নভেম্বর মাসে ১৯ দিন জাহাজের অপেক্ষায় থাকার সময় ছিল ‘শূন্য’।
“সে কারণে বর্তমানে বন্দরে আসা জাহাজগুলো আসার সাথে সাথে বার্থ পাচ্ছে। এতে করে আমদানি-রপ্তানিকারকরা দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাস এবং রপ্তানিপণ্য ঠিক সময়ে জাহাজীকরণ করতে পারছে।”
বন্দর সচিব ওমর ফারুক বলেন, “মূলত আধুনিক যন্ত্রপাতি সংযোজন, ইয়ার্ডের সক্ষমতা বাড়ানো, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকদের নিরলস পরিশ্রম এবং বন্দর ব্যবহারকারীদের অব্যাহত সহযোগিতায় বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
এনসিটিতেও অগ্রগতি
চিটাগাং ড্রাই ডক লিমিটেড পরিচালিত নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) কন্টেইার হ্যান্ডলিংয়ে সাড়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বন্দরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম চারমাসে এনসিটিতে ৪ লাখ ৬৮ হাজার ৮৭১ টিইইউএস কন্টেইনার এবং ২৫৩টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। গত অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ের চেয়ে ৬২ হাজার ৯১৯ টিইইউএস কন্টেইনার এবং ৪১টি জাহাজ বেশি হ্যান্ডলিং হয়েছে।
সে হিসেবে এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১৫ দশমিক ৫০ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১৯ দশমিক ৩৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের সাথে চুক্তি শেষ হবার পর গত ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড।
চাটগাঁ নিউজ/এসএ






