রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিষয়ে প্রতিবেশীর হামলায় রক্তাক্ত এক বৃদ্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীদের হামলায় এক বৃদ্ধ রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘুষিতে খুলে পড়েছে তার দুটি দাঁত এবং সারা শরীরে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধের নাম মো. নুরুচ্ছাফা (৮৩)। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মো. গুননো মিয়ার ছেলে। এই ঘটনায় তিনি চিকিৎসা নেয়া শেষে আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার এজহারে তিনি উল্লেখ করেন, তার সাথে প্রতিবেশীদের পারিবারিক বিষয়ে বিরোধ চলে আসছে। এর জেরে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার আব্দুল করিমের ছেলে এয়াকুব (৫০), তার স্ত্রী জনি আক্তার (৩৫) ইউসুফের ছেলে কুতুব উদ্দিন (২০), তার মা রমিছা বেগম (৪৭) অজ্ঞাতনামা আরও ২-৩ জনসহ বৃদ্ধ নুরুচ্ছাফার উপর গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে অতর্কিত হামলা করে। দেশীয় অস্ত্রহাতে প্রথমে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে এলোপাতাড়িভাবে মারধর করে৷ তাদের ধারালো অস্ত্রের কোপে তার বাম চোখের উপর লেগে মারাত্মক জখম হয়৷ যেখানে ৬ সেলাই করতে হয়েছে। তাদের ঘুষিতে মুখের উপরের পাঠির দুটি কাঁচা দাঁত ভেঙে পড়ে যায়৷

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে চিকিৎসা করানো হয়।

এদিকে এই ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে, তাদের মধ্যে বিবাদী পক্ষের মাওলানা মুহাম্মদ আইয়ুব জানান, তাদের দীর্ঘদিন ধরে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। ঘটনার দিন তারা আদালতে ছিলেন, পরিবারে তাদের ছোট এক ভাতিজাকে সে কামড়ে দিলে, সে ধাক্কা মারলে সামান্য আঘাত পেয়েছেন। এটাকে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে।

এই ব্যাপারে আদালতে দায়েরকৃত মামলার বাদী পক্ষের আইনজীবী মো. রাশেদ পারভেজ জানান, মামলাটি আদালতে আমলে নিয়ে তদন্তের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশকে নির্দেশনা দিয়েছে৷

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top