১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বয়স এখনও ১৬ বছর হয়নি— এমন কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল রোববার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এ তথ্য।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবাহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আমরা আশা করছি, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে ফাহমি ফাদজিল জানান, সাইবারবুলিং, অর্থনৈতিক অপরাধ এবং শিশুদের প্রতি যৌননী নিপীড়নমূলক বিভিন্ন কন্টেন্ট থেকে শিশু-কিশোর-কিশোরীদের মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকার।

মন্ত্রী আরও জানান, সম্প্রতি অস্ট্রেলিয়ার সরকার সেই দেশের ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। অস্ট্রেলিয়ার সরকারের দ্বারা অনুপ্রানীত হয়েই মালয়েশিয়ার সরকারও একই পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ার এ সংক্রান্ত আইনটি ইতোমধ্যে মালয়েশিয়ার সরকার যাচাই করেছে বলেও জানিয়েছেন ফাহমি ফাদজিল।

কুয়ালালামপুরের এ পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী ১ জানুয়ারি থেকে ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবে না মালয়েশিয়ার অনূর্ধ্ব ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীরা।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণে সাইবার বুলিং, যৌন নিপীড়নমূলক কন্টেন্টসহ, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসসহ বিভিন্ন সাইবার অপরাধের মাত্রা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল, মেটা প্ল্যাটফরমের বিরুদ্ধ এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলছে।

জানা গেছে, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বয়স নির্ধারণ নিয়ে যৌথভাবে কাজ করছে। সূত্র : রয়টার্স

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top