ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৩ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত সংস্থাটি ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর নিশ্চিত করেনি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top