টেকনাফে বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফের হোয়াইক্যংয়ে বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করার সময় চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে ওই সিএনজি অটোরিকশার তালা ভেঙে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে হোয়াইক্যং খারাইঙ্গাঘোনা এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন, গতকাল বিকেলে ও রাতে পৃথক অভিযানগুলো চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও সিএনজি অটোরিকশা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top