বাঁশখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রিপু আক্তার হত্যা মামলার পলাতক আসামি মো. মোক্তার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। মোক্তার হোসেন উত্তর জলদীর মৃত আজম উল্লাহর ছেলে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরসভার উত্তর জলদী কাজী মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ প্রকাশ মিয়ার স্ত্রী রিপু আক্তার। তারা এবং মামলার আসামিরা নিকটাত্মীয়। আসামিদের সঙ্গে রিপু আক্তারের বাপের বাড়ির লোকজনের সম্পত্তির বিরোধ ও মামলা চলছে। ঘটনার দুইদিন পূর্বে রিপু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত ২৩ অক্টোবর বাড়ির উঠানে হাঁটার সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রিপু প্রতিবাদ করায় তাকে লাঠি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করে। চিৎকারে আসামিরা পালিয়ে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালীর রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো.মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top