সদরঘাট থানার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো.সম্রাট ইসলাম (১৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে কক্সবাজার জেলার পেকুয়া থানার মগঘোনা এলাকার মো.মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সদরঘাট থানার এজাহারভুক্ত প্রধান আসামি বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে মো.সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top