চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান নামের এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরের দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। অহিদুর রহমানের বাড়ি নোয়াখালী জেলার কবির হাট থানায়। তিনি বনি দত্ত এলাকার মো. শহীদুল্লাহর পুত্র বলে জানা গেছে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে থানায় ডিউটি করে সকাল নয়টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। এসময় ওসি কল দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে বলেন। সেখানে গিয়ে এসআই মো. অহিদুর রহমানের মৃত্যুর ঘটনা জেনেছি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে এসআই মো. অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে-তা ময়নাতদন্তে জানা যাবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর জানান, রাতের ডিউটি শেষে সকালে শৌচাগারে গোসল করতে ঢুকেছিল অহিদুর। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। অহিদুর আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






