উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও এপিবিএন-১৪ এর যৌথ চেকপোস্টে ৪৭০ লিটার অবৈধ সয়াবিন তেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি এলাকার যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রাজাপালং ইউনিয়নের হাঙ্গরঘোনা এলাকার সুনীল বড়ুয়ার ছেলে যদু বড়ুয়া (৪২) অপরজন নুরুল হুদার ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪০)।
সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সেনাবাহিনী ও এপিবিএন-১৪ সদস্যরা নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক একটি যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এসময় ৪৭০ লিটার অবৈধ সয়াবিন তেল উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, অবৈধভাবে পণ্য মজুদ ও পরিবহনরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা তেলসহ গ্রেফতার দু’জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






