রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সীমা বড়ুয়া (৪২)। সে উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দশমাইল বড়ুয়া পাড়ার বাসিন্দা জনৈক শিমুল বড়ুয়ার স্ত্রী।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান-বাঙ্গালহালিয়া সড়কের রাঙ্গুনিয়ার পদুয়া দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সীমা বড়ুয়া মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির মাহিন্দ্রা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ইউডি মামলা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top