সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম-১৩ আসন

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে এবার কাপনের কাপড় মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।

এ দাবিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে আসনটিতে বিক্ষোভ, মানববন্ধন, কাফনের কাপড় গায়ে দিয়ে মশাল মিছিল, কুশপুত্তলিকা দাহসহ একাধিক কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। পরিস্থিতি ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে চট্টগ্রামের কয়েকটি আসনেই প্রার্থী নিয়ে বিরোধ তৈরি হয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে চট্টগ্রাম-১৩ আসন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সংসদীয় আসন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)র সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার চায়না রোডের মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষীণ করে শশী কমিউনিটি সেন্টারের মো গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় ও হাতে বয়কট সরওয়ার জামাল নিজাম নামে ব্যানার ও ফেস্টুন উড্ডয়ন করতে দেখা যায়। এসময় আনোয়ারা-কর্ণফুলীর বিপুল সংখ্যক বিএনপির তৃণমূল, প্রবীণ নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

সমাবেশে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত সরওয়ার জামাল নিজামের বিপক্ষে দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকা, দলের দুঃসময়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিদেশে বসে ব্যবসা বাণিজ্য করা ও ২০১৮ সালের নির্বাচনের মাঠ থেকে নেতাকর্মীদের রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে নেতাকর্মীরা বলেন, যত দ্রুত সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে এ সমস্যা নিষ্পত্তি করা হবে ততই দলের জন্য মঙ্গলজনক হবে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আর বেশি নেই। এ মূহুর্তে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারনা কার্যক্রম চালানো অত্যন্ত জরুরী। মনোনয়ন নিয়ে এ দ্বন্দ্ব বেশিদিন গড়ালে বিএনপিকে চট্টগ্রাম-১৩ আসনটি হারাতে হবে বলেও শঙ্কা প্রকাশ করেন নেতাকর্মীরা। তাই এ সমস্যা সমাধানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট আবেদন জানান মিছিলে আগতরা।

এর আগে গত ১৩ নভেম্বর এই আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরিধান করে মশাল মিছিল করেন লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীরা। এছাড়া মনোয়ন প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট লিখিত চিঠি প্রেরণ করেন মনোনয়ন প্রত্যাশী তিনজন বিএনপি নেতা। তারা হলেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top