চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হতে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তিনি এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে স্যালুট দেওয়ার ছবি প্রকাশের পর রিকশাচালক সুজন ব্যাপক পরিচিতি পান ও আলোচনায় ওঠে আসেন।মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন, মানুষ জানে আমি দেশকে ভালোবাসি। দেশের জন্য কাজ করতে চাই। তাই নির্বাচন করবো। মানুষের ভালোবাসায় নির্বাচনী জয় হবো আশা করি।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
চাটগাঁ নিউজ/এমকেএন
সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






