মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে ঝাউগাছ কেটে সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা অবৈধ কটেজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
অভিযানকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে সোনাদিয়া দ্বীপে পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় মাদক লেনদেন, ইয়াবা পাচার, সিগারেট ও অন্যান্য পণ্য চোরাচালান, অবৈধ টাকা লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার লাভ করেছিল।
রাতের অন্ধকারে দোকানগুলোর আড়ালে চোরাই মালামাল পাচার এবং অপরাধী চক্রের গোপন বৈঠকের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল পুরো এলাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি জমি দখল ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ জানান, সোনাদিয়াতে কোন অবৈধ স্থাপনা,গাছ কাটা, মহিষ চড়ানো ও প্যারাবন কেটে অবৈধ বাঁধ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ নিষেধ অমান্য করে তাহলে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও জানায়, ম্যানগ্রোভ ইকোসিস্টেম রক্ষায় নিয়মিত মনিটরিং জোরদার করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন







