চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার তুলাতলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আমুচিয়ার সাংবাদিক মুজাহিদুল ইসলাম (৬৩), আকিব (২৪), করলডেঙ্গার জোনায়েদ (১৬), জাহানারা বেগম (৫৫) ও আকুবদণ্ডী গ্রামের অটোরিকশা চালক মোরশেদ (৪৩)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ মোস্তফা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কানুনগোপাড়া থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এরমধ্যে একটি সিএনজি অটোরিকশার সামনের যন্ত্রাংশ ভেঙে চাকা খুলে গেছে। চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন







