মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দমনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সেন্টারের রেজিস্ট্রেশন সনদ, ল্যাব সরঞ্জামের মান, রোগী নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা সরেজমিন পরিদর্শন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের প্যাথলজি কনসালটেন্ট ডা. জিয়া উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক। অভিযানে নিউরন ডায়াগনস্টিক সেন্টার, মহেশখালী ডেন্টাল পয়েন্ট, ওয়ান হেলথ কেয়ার, আইল্যান্ড হেলথ কেয়ার এবং মহেশখালী প্যাথলজি ল্যাবকে রেজিস্ট্রেশন ঘাটতি, ল্যাব নিরাপত্তাহীনতা এবং নিয়ম না মানার অভিযোগে পৃথক মামলায় আর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং এই অধিকার রক্ষা করতে নিয়ম ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু জরিমানা নয় জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। যেসব প্রতিষ্ঠান নিয়ম না মেনে ব্যবসা করে রোগীকে ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মহেশখালীতে নিয়মিতভাবে এই অভিযান চলবে।
রোগীদের মতে এসব অভিযানে অনিয়ম কমবে এবং সেবা কাঠামোতে শৃঙ্খলা ফিরে আসবে। তারা মনে করেন লাইসেনস ও নিরাপত্তা মান নিশ্চিত না করলে রোগ নির্ণয়ে গুরুতর ভুল হতে পারে যা মানুষের জীবন ঝুঁকিতে ফেলে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে কিছু ডায়াগনস্টিক সেন্টারে অভিযোগ ছিল কিন্তু তদারকির অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নিয়মিত অভিযান স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনার পাশাপাশি রোগীদের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






