শততম টেস্টে দিনশেষে মুশফিক অপরাজিত ৯৯ রানে

স্পোর্টস ডেস্ক: দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। এখন তিনি রেকর্ড বুকে ঢুকে পড়ার অপেক্ষায়। নিজের শততম টেস্টে দিনশেষে মুশফিক অপরাজিত রয়েছেন ৯৯ রানে।

ম্যাচের প্রথম দিনের ৯০ ওভার শেষ হয়ে যাওয়ায় সেঞ্চুরির জন্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।

সকালে তিনি যদি ১ রান করে সেঞ্চুরির দেখা পান, ঢুকে যাবেন ‘শততম টেস্টে সেঞ্চুরি’ করাদের ক্লাবে। এর আগে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ১০ জন। যাদের মধ্যে রয়েছে রিকি পন্টিং, জাভেদ মিয়াদাদ, ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তি খেলোয়াড়রা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত শান্ত। দিনশেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৯২ রান।

মুশফিকের সঙ্গে অপরাজিত রয়েছেন লিটন দাস। তার সংগ্রহ ৪৭ রান। সবমিলিয়ে মিরপুর টেস্টের প্রথম দিনটি ছিল বাংলাদেশের। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)। তবে ত্রিশের ঘরে দুজনই আউট হন। তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন মোমিনুল। অন্যদিকে দিনের শেষ জুটিতে ৯০ রানে অপরাজিত আছেন মুশফিক-লিটন। আয়ারল্যান্ডের হয়ে ৪টি উইকেটই নিয়েছেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top