মুঠোফোনে জানান সাপে কেটেছে, দুই দিন পর ধানক্ষেতে মিলল লাশ

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারায় ধানক্ষেতে মিলল জসিম উদ্দিন (৫৫) নামের এক কুঁচিয়াশিকারির লাশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বরুমচড়ার বাঘমারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জসিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারার বিভিন্ন এলাকায় কুঁচিয়া শিকার করে আসছিলেন।

পুলিশ জানায়, গত রোববার জসিম উদ্দিন মুঠোফোনে পরিবারের সদস্যদের জানান, কুঁচিয়া শিকারের সময় তাকে সাপে কেটেছে। এরপর জসিম উদ্দিনকে বরুমচড়া এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে গতকাল মঙ্গলবার ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। তার বাঁ হাতে সাপে কাটার চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, সাপে কাটার বিষয়টি পরিবারকে আগেই নিহত জসিম উদ্দিন জানিয়েছিলেন। পাশাপাশি কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় স্বজনেরা জসিমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top