আগামীকাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বন্দরের ৬০ লট পণ্যের নিলাম 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৬০ লট পণ্যের অনলাইন নিলাম আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। একই দিনে শেষ হবে নিলামের আরেক সেটের ৪৯ লট পণ্যের পরিদর্শন।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের জায়গা দখল করে থাকা দীর্ঘদিনের অঘোষিত বা পরিত্যক্ত পণ্য নিষ্পত্তির উদ্দেশ্যেই এই নিলামের আয়োজন। এতে বন্দরজট কমানো এবং পণ্য পরিবহনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য। নিলামের জন্য প্রস্তাবিত মূল্য গ্রহণ শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে এবং চলবে নিলামের দিন দুপুর ২টা পর্যন্ত।

চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা মো. আলতাফ হোসাইন বলেন, আমদানিকারকরা সময়মতো পণ্য না তুললে তা ইয়ার্ডে পড়ে থাকে। নিলাম ছাড়া এসব পণ্য নিষ্পত্তির আর কার্যকর উপায় নেই।

তিনি জানান, এবারের নিলামে সৌরবিদ্যুৎ প্লান্টের যন্ত্রপাতি, ভারী মেশিনারি, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, টেক্সটাইল কেমিক্যাল, কাঠ, রাবার শিট, শিশুদের খেলনা, কম্পিউটার পার্টসসহ নিত্যপ্রয়োজনীয় ও শিল্পকারখানায় ব্যবহৃত বহু ধরনের পণ্য রয়েছে।

তিনি আরও বলেন, ‘এ নিলামের পাশাপাশি ৪৯ লট পণ্যের আরেকটি নিলাম অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। এই পণ্যগুলো প্রদর্শনের সময় বৃহস্পতিবার শেষ হবে। এতে কাপড়, মেশিনারির বিভিন্ন গার্মেন্টস খাতের পণ্য রাখা হয়েছে।’

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী জাহাজ থেকে নামানোর ৩০ দিনের মধ্যে আমদানিকারকদের পণ্য খালাস নিতে হয়। কাস্টমসের নোটিশ পাওয়ার পরও ১৫ দিনের মধ্যে পণ্য না তুললে কর্তৃপক্ষ সেসব পণ্য নিলামে তোলার বৈধ অধিকার পায়।

তবে বন্দর– কাস্টমসের এই সময়সূচি বাস্তবে দীর্ঘদিন ধরে কড়াভাবে প্রয়োগ না হওয়ায় ইয়ার্ডে পরিত্যক্ত পণ্য জমতে থাকে। ফলে বন্দরজট তৈরি হয় এবং বিপুল পরিমাণ বন্দর চার্জও বকেয়া থেকে যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top