রাউজানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজানের নোয়াপাড়ায় বিশেষ অভিযানে মঙ্গলবার ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নোয়াপাড়ার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় অস্ত্রসহ তিনজনকে আটক করা সম্ভব হয়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মঙ্গলবার রাতে অভিযান চলমান রয়েছে। তিনি বলেন অভিযানে আটক ও উদ্ধারকৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় বুধবার জেলা এসপি প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

পুলিশের একটি সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top