চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক বাজারসংলগ্ন পটিয়া–বোয়ালখালী সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) ও মো. হেলাল (২৭)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা চট্টগ্রাম, কক্সবাজার ও সাতকানিয়া এলাকার বিভিন্ন স্থান থেকে চক্রটির সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয় করে আসছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, এ ঘটনায় পটিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







