ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়ে গেছে। এতে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নাজিরহাট বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির কেজিপ্রতি দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
যে সবজিগুলোর দাম সবচেয়ে বেশি বেড়েছে, টমেটো: ১০০–১২০ টাকা কেজি, বেগুন: ৮০–৯০ টাকা কেজি, মরিচ: ১৮০–২০০ টাকা কেজি, শসা: ৬০–৭০ টাকা কেজি, পেঁপে: ৬০–৭০ টাকা কেজি। ক্রেতাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও যে সবজি ৫০–৬০ টাকায় পাওয়া যেত, এখন তার বেশিরভাগই ৮০–১০০ টাকার নিচে নেই। ফলে দৈনন্দিন বাজার করতে গিয়ে তাদের বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় দাম বাড়তেই বাধ্য হয়েছে।
বিবিরহাট–নাজিরহাটের মতো গুরুত্বপূর্ণ বাজারে তদারকি না থাকায় মাঝেমধ্যে কৃত্রিম সংকট তৈরি হয়, এতে দাম বৃদ্ধি পায়। যদিও ফটিকছড়ির বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে, তবুও এখনো দাম কমার কোনো লক্ষণ নেই মনে করেছেন অনেকেই।
স্থানীয় ক্রেতারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়িয়ে নিত্যপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন







