উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় ফাঁদ পেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বন্যহাতিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধানচাষী জমির মালিক শামসুল আলম লাপাত্তা রয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে রাজাপালং ইউনিয়নের খয়রাতি-হরিণমারা মুরতল এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খয়রাতি-হরিণমারা এলাকার রমজান আলীর ছেলে শামসুল আলম পাহাড় কেটে তৈরি করা চাষের জমিতে ধান চাষ করতেন। সোমবার দিনভর ধান কাটার পর রাত হয়ে গেলে তিনি ধানগুলো মাঠেই রেখে বাড়ি চলে যান। যাওয়ার আগে তিনি ধান রক্ষার নামে খেতের চারপাশে বেআইনিভাবে বিদ্যুতায়িত তার স্থাপন করেন।
রাতের কোনো এক সময় খাবারের সন্ধানে খেতে আসা বন্য হাতিটি ওই বিদ্যুতায়িত তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়। এসময় শামসুল আলম ধানগুলো বাড়িতে সরিয়ে নেন এবং হাতির দেহ ত্রিপল দিয়ে ঢেকে রাখেন। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালিয়ে যান। হাতিটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী অতিরিক্ত ঘুষের বিনিময়ে বনাঞ্চলের ভেতরে নতুন নতুন বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন, যা বন্যপ্রাণীর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।
হরিণমারা এলাকার বাসিন্দা সোহেল বলেন, আমরা সকালে দেখেছি হাতিটি পড়ে আছে। শরীরে তার জড়ানো ছিল। শামসুল আলম ধান রক্ষার জন্য বিদ্যুৎ লাইনে ফাঁদ বসিয়েছে—এটি পুরোপুরি নিষিদ্ধ। বন বিভাগকে খবর দিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি বলেন, এটি স্পষ্টভাবে একটি বন্যপ্রাণী হত্যার ঘটনা। আমরা আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ হোসেন জানান, হাতিটির সামনের অংশে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গভীর দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিদ্যুৎ-শর্টের কারণে মৃত্যু। বিস্তারিত জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। সেখানে ধানও পাওয়া যায়নি—তাই বৈদ্যুতিক ফাঁদ নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, রিপোর্টেই নিশ্চিত হবে।
তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্যহাতি হত্যা একটি অপরাধ, এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন







