চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

জানা যায়, আবদুল জব্বার চৌধুরী বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসার সংবাদ গোপন সূত্রে পেয়ে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ১৭ নভেম্বর (সোমবার) দুপুরে তাকে আদালত প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আবদুল জব্বার চৌধুরী চন্দনাইশ উপজেলা পরিষদের পর পর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার প্রার্থীর বিরুদ্ধে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি উপজেলার ছৈয়দাবাদ গ্রামের মৃত মখলেছুর রহমান চৌধুরী ছেলে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top