পড়া হয়েছে: 60
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকালে নলূয়া সোনার বাংলা ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে কৃষি জমিতে ইটভাটা স্থাপন ও পরিচালনা করায় নলুয়ার সোনার বাংলা ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৮ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সাতকানিয়ায় যেসমস্ত অবৈধ ইটভাটা রয়েছে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন







