কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকীকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকার জাপানি বাংলা তার বাসাবাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৭ নভেম্বর) কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকীকে সোমবার দিবাগত রাত দেড়টায় তার বাসা হতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয় বলে ওসি জানান।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top