রাতে বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। আজ সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রের তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ–অসন্তোষের পরিস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতা, এসব ইস্যু আজকের আলোচনায় গুরুত্ব পাবে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশও বৈঠকে বিশেষভাবে আলোচিত হবে বলে জানা গেছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্তগুলো জানানো হতে পারে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top