নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাতিমারাপাড়া পাহাড় এলাকা থেকে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির একটি টহল দল সুনিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামের মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হকের দিকনির্দেশনায় মিয়ানমার রাখাইন রাজ্যের কালারডেবা আখিয়াবের বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্যার পুত্র সুমিঅং তঞ্চঙ্গ্যা (২৫) আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটককৃত সুমিঅং সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমিঅং তঞ্চঙ্গ্যা স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সদস্যের সহযোগিতায় মাদক পাচার কাজে যুক্ত। তাদের সঙ্গে তার পূর্ব থেকেই সুসম্পর্ক ছিল।

ঘুমধুমের বাসিন্দা পুনাউ তঞ্চঙ্গ্যার পুত্র মংগ্যা তঞ্চঙ্গ্যা (২৫) এবং সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারা পাড়ার বাসিন্দা লংটু অং এর পুত্র লাইক্য মং তঞ্চঙ্গ্যা।

আটক সুমিঅং তঞ্চঙ্গ্যা জানান, উপরোক্ত ব্যক্তিদের মাধ্যমেই তিনি বাংলাদেশ সীমান্ত এলাকায় মাদক পাচার কার্যক্রম পরিচালনা করতেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক জানান, আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্থানীয় ও আন্তঃসীমান্ত মাদক চক্রের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কোন অবস্থাতেই মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top