চাটগাঁ নিউজ ডেস্ক : এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) স্বেচ্ছায় বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগের অনুমোদন স্থগিত করেছে হাইকোর্ট। একইসাথে তাকে দেশে ফিরিয়ে এনে কেন বিচারের আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইসলামী ব্যাংকের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৬ নভেম্বর) বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ইসলামী ব্যাংকের আইনজীবী আব্দুল কাইয়ুম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আইনজীবী কাইউম বলেন, গত কয়েক বছরে এস আলম নাম-পরিচয় গোপন রেখে প্রোক্সি অ্যাকাউন্টের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এই অর্থ বিদেশে পাচার ও আত্মসাৎ করা হয়েছে।
তিনি আরও বলেন, অর্থ পাচারের পর তিনি কৌশলে বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন এবং সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন। এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এসব অবৈধ অর্থ সেভ করার জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছেন। সেটি ঠেকানোর জন্য ইসলামী ব্যাংক হাইকোর্টে এই রিট পিটিশন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ ও রুল জারি করেছেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং খাতের ওপর প্রভাব বিস্তারের পর ২০২২ সালের ১০ অক্টোবর এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তিন ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির বাংলাদেশি পাসপোর্ট জমা দেন।
সেদিনই তারা বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতিও পান। সেই সুবিধা দেওয়া হয় তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, উচ্চ পর্যায়ের নির্দেশে।
চাটগাঁ নিউজ/এসএ






