শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) রায় দিবে ট্রাইব্যুনাল। তাইতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সেনাবাহিনীর কড়া পাহারা লক্ষ্য করা গেছে।

এছাড়া সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

পাশাপাশি বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, দোয়েল চত্বর, মৎস্য ভবন, পল্টন, কাকরাইল প্রভৃতি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা প্রদান করছে।

বাংলা একাডেমি, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তাছাড়া নিরাপত্তা নিশ্চিতের জন্য ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top