বান্দরবান প্রতিনিধি: থানচির নাফাখুম জলপ্রপাত এলাকায় তিনদিন আগে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় পুলিশ ও বিজিবির সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঝরনার গভীর পানির তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের মতে, নাফাখুম–আমিয়াখুমসহ থানচির জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে প্রতিবছর পর্যটকদের ভিড় বাড়ছে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্ক সুবিধা এবং অভিজ্ঞ গাইড ছাড়াই অনেক পর্যটক দুর্গম এলাকায় প্রবেশ করায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।
ফায়ার ডিফেন্স চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম বলেন, নাফাখুম জল প্রপাতে গভীর গুহায় ভিতরে থেকে মরদেহটি পাওয়া গেছে।
উদ্ধারকারীরা আরো জানান, নাফাখুম এলাকার চারদিকে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ও সমন্বয় কঠিন হয়ে পড়ে। তাছাড়া দুর্গম পাহাড়ি পথ ও পানির তীব্র স্রোতের কারণে পুরো উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও টানা তিনদিনের চেষ্টায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, উপপরিদর্শক মো. রিয়াজুলসহ ৬ জনের পুলিশের দল মো. ইকবাল হোসেনের মরদেহ থানায় নিয়ে আসা হচ্ছে। সকালের মরদেহটি স্বজনদের হাতে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন






