সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৫

চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল এলাকায় সিডিএম পরিবহনের বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন। তবে নিহতদের তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, সন্ধ্যা চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে— চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টসের কর্মী, কুমিল্লার বাসিন্দা আবদুল গণির পুত্র মো. শাহ আলম (৫৫) এবং ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা সাবেক পুলিশ সদস্য মো. কামাল (৪৫)। শাহ আলম বর্তমানে চট্টগ্রামের পোর্ট কলোনীতে বসবাস করতেন।

আহতদের মধ্যে রয়েছেন— বাড়বকুণ্ডের বাসিন্দা অর্ণব দেব (২২), জিপিএইচ ইস্পাতের কর্মী রনি (৩৫) ও নয়ন (২০), চন্দনাইশ উপজেলার রিজভী (৩২), সীতাকুণ্ডের মিঠাছড়ার রিংকু (৩০), ফেনীর জাহাঙ্গীর আলম (৫৯), চট্টগ্রামের চকবাজারের সাইফুল ইসলাম মারুফ (৩০) এবং ঢাকার বাসিন্দা মাসুদ (৩০)। এছাড়া চারজন অজ্ঞাত আহতকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাতায় তালিকাভুক্ত করা হয়েছে। আরও অন্তত ১০ জন আহত যাত্রী বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত বাস যাত্রী আব্দুল মান্নান জানান, চট্টগ্রামমুখী বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। মহাসড়কের বটতল এলাকায় উল্টো পথে আসা ডাম্প ট্রাকটিকে সাইড দিয়ে দ্রুত গতিতে থাকা তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। আব্দুল মান্নানের ভাষ্যমতে, ৫ যাত্রী নিহতের পাশাপাশি বাসে থাকা সকল যাত্রীই কম বেশি আহত হয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, সিডিএম পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট পাঁচজনের লাশ আমরা পেয়েছি। এর মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত অনেকে আছেন। সংখ্যাটা এখনও পাওয়া যায়নি। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজন আছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top