লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। এবং বাইকে থাকা সোহাগ নামে আরেকজন গুরুতর আহত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাইকার নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের পুত্র।
নিহতদের সাথে থাকা মেঘলা নামক এক সফরসঙ্গী জানান, তারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫জন নারী-পুরুষ মিলে ৩দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল। আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে পৌছালে মহাসড়কের উপর বসানো গতিরোধকে গাড়ী নিয়ন্ত্রন করতে না পেরে বাইকে থাকা দু’জন সড়কের পাশে থাকা সেতুর নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রাসহ আমরা মিলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষনা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডাক্তার ইজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন বাইকারকে এখানে আনা হয়েছে তৎমধ্যে সাকিবুল হাসান নামে একজন হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত সোহাগ নামক একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে ও জানান তিনি।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন







