পটিয়ায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে সাইদুল আলম বাবলু (২৮) নামে এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকানাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার বাবলুকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পটিয়া থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top