পড়া হয়েছে: 57
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কামাল উদ্দিনকে (৪৮) দীর্ঘ ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার কামাল উদ্দীন উপজেলার বারিয়া ঘোনা এলাকার ছালে আহম্মদের ছেলে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেট এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামালাকে গ্রেপ্তার করা হয়। তাকে হাটটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






