ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল ব্রাহ্মণহাট সংলগ্ন হালদা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযান চলাকালে মো. নাছির উদ্দীন (২৮), পিতা মৃত নুর আলম, সাং: পূর্ব ফরহাদাবাদ—কে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ২টি জীপ গাড়ি জব্দ করা হয়। অভিযানে নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তার টিম এবং উদালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সহায়তা প্রদান করেন।
অভিযান শেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন







