স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শেষ লগ্নেও মাঠে দাপট দেখাচ্ছেন লিওনেল মেসি। শুক্রবার রাতে লুয়ান্ডায় স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সেই দুই গোলের মধ্যে একটি নিজে করেছেন এবং আরেকটি লাউতারো মার্তিনেজকে দিয়ে করিয়েছেন মেসি।
স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যাচটির আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। প্রীতি এই ম্যাচে এমন ফলও ছিল অনুমিত। কারণ শক্তির বিচারে দুই দলের পার্থক্য অনেক। র্যাঙ্কিংয়ে অ্যাঙ্গোলার চেয়ে ৮৭ ধাপ এগিয়ে আছে আর্জেন্টিনা।
দুই অর্ধে এদিন দুই গোল পেয়েছে আর্জেন্টিনা। ৪৪ মিনিটে আলবিসেলেস্তেদের এগিয়ে দিয়েছেন মার্তিনেজ। মেসির ক্রস থেকে দারুণ এক শটে গোলটি আদায় করেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৮২তম মিনিটে ঘটল ঠিক উল্টো ঘটনা। এবার মেসির গোল, যোগানদাতা প্রথম গোলের মালিক মার্তিনেজ। দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে পড়া মেসির থেকে স্লাইডে বল কেড়ে নেন অ্যাঙ্গোলার এক ডিফেন্ডার, কিন্তু বল ফের চলে যায় মার্তিনেসের পায়ে। তার পাস আবার ডি-বক্সে পেয়ে জোরাল কোনাকুনি শটে জালে জড়ান মেসি। জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে মেসির গোল হলো ১১৫টি।
চাটগাঁ নিউজ/এমকেএন






